দেহলিজ -৯ প্রকাশিত হলো ।

দেহলিজ -৯ প্রকাশিত হলো । দেওয়া হলো নতুন লিঙ্ক। প্রতিবারের মতোই এর প্রথম পাতা আপডেট করা হলো । দেহলিজের প্রথম পাতায় , সমস্ত সংখ্যার লিঙ্ক দেওয়া থাকে । যাতে, বাকি সংখ্যাগুলো খুঁজে পাওয়া যায় । 




আপনারা যারা অবগত, আবার জানাই, ইচ্ছে করে দেহলিজের ডোমেন নিয়েও আমরা ডোমেন বেসড URL প্রকাশ করি না , কারণ ডোমেন হারিয়ে গেলে আপনার লেখা লিংকগুলো হারিয়ে যায় । গুগল-ব্লগারের লিংক হারিয়ে যায় না । 


প্রথম পাতার দুটো লিংকই দেওয়া হলো । 

https://www.dehlij.com

https://dehlij.blogspot.com


দেহলিজ-৯ সংখ্যার হাইলাইট হলো, এটা একটা বিশেষ সংখ্যা । থিম বেসড । দিল্লির চিত্রকলা গোষ্ঠীর অনুপ্রেরণায় এই "ধর্মের সন্ত্রাস" নামক সংখ্যাটি করা হলো । এই উপমহাদেশের ধর্ম চরিত্র ও তাঁর নেগেটিভ সাইড এফেক্ট পরিলক্ষিত হচ্ছে জায়গায় জায়গায় । তার চর্চায় এগিয়ে গেলো দিল্লির বাংলা সাহিত্য সম্প্রদায় ও দেহলিজের সঙ্গে খুব কাছ থেকে জড়িয়ে থাকা লেখক-গোষ্ঠী । প্রত্যেকজন লেখক কে ধন্যবাদ দেহলিজের সঙ্গে জুড়ে থাকার জন্য । দেহলিজের সহসম্পাদক মোনালি রায় বিশেষ চেষ্টাচরিত্র করে সংখ্যাটির মান বাড়িয়েছেন । 


বিশেষ ধন্যবাদ, দিল্লির নাট্যকার , চিত্রকর ও কবি শ্রী তড়িৎ মিত্র । তার আঁকা ছবি দিয়ে সাজানো হলো "ধর্মের সন্ত্রাস" । উপমহাদেশে বিভিন্ন স্থানে ধর্মের নামে আগুনে পোড়ানো হলো মানুষ, ঘরবাড়ি । তার প্রতিবাদে ঝলসে উঠলো রং ও তুলি । এই সমস্তই লেখক,চিত্রকর ও পাঠকদের জন্য আটকে রাখা হলো দেহলিজের পাতায় পাতায় । 


এই সংখ্যার সমস্ত লেখকদের লেখা পড়ার জন্য আপনি এইখানে ক্লিক করবেন । 


https://dehlij9.blogspot.com


আপনাদের মতামত ও জুড়ে থাকা আমাদের পাথেয় । যে কোন মুহূর্তেই আমাদের সঙ্গে যোগাযোগ করা যায় । ফেসবুকে 'দেহলিজ' এর গ্রুপ করা হয়েছে । যারা হোয়াটস এপে যুক্ত হতে চান , পত্রিকায় লিঙ্ক দেওয়া আছে । 


Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

দেহলিজ-৭ প্রকাশিত হলো