Posts

Featured Post

দেহলিজ -৯ প্রকাশিত হলো ।

Image
দেহলিজ -৯ প্রকাশিত হলো । দেওয়া হলো নতুন লিঙ্ক। প্রতিবারের মতোই এর প্রথম পাতা আপডেট করা হলো । দেহলিজের প্রথম পাতায় , সমস্ত সংখ্যার লিঙ্ক দেওয়া থাকে । যাতে, বাকি সংখ্যাগুলো খুঁজে পাওয়া যায় ।  আপনারা যারা অবগত, আবার জানাই, ইচ্ছে করে দেহলিজের ডোমেন নিয়েও আমরা ডোমেন বেসড URL প্রকাশ করি না , কারণ ডোমেন হারিয়ে গেলে আপনার লেখা লিংকগুলো হারিয়ে যায় । গুগল-ব্লগারের লিংক হারিয়ে যায় না ।  প্রথম পাতার দুটো লিংকই দেওয়া হলো ।  https://www.dehlij.com https://dehlij.blogspot.com দেহলিজ-৯ সংখ্যার হাইলাইট হলো, এটা একটা বিশেষ সংখ্যা । থিম বেসড । দিল্লির চিত্রকলা গোষ্ঠীর অনুপ্রেরণায় এই "ধর্মের সন্ত্রাস" নামক সংখ্যাটি করা হলো । এই উপমহাদেশের ধর্ম চরিত্র ও তাঁর নেগেটিভ সাইড এফেক্ট পরিলক্ষিত হচ্ছে জায়গায় জায়গায় । তার চর্চায় এগিয়ে গেলো দিল্লির বাংলা সাহিত্য সম্প্রদায় ও দেহলিজের সঙ্গে খুব কাছ থেকে জড়িয়ে থাকা লেখক-গোষ্ঠী । প্রত্যেকজন লেখক কে ধন্যবাদ দেহলিজের সঙ্গে জুড়ে থাকার জন্য । দেহলিজের সহসম্পাদক মোনালি রায় বিশেষ চেষ্টাচরিত্র করে সংখ্যাটির মান বাড়িয়েছেন ।  বিশেষ ধন্যবাদ, দিল্লির নাট্যকার , চিত্রকর ও

দেহলিজ-৮ প্রকাশিত হলো ।

Image
দেহলিজ-৮ প্রকাশিত হলো https://dehlij8.blogspot.com লেখক বন্ধুদের প্রতি এই কারণেও ধন্যবাদ এই যে তারা সারাবছর ধরে দেহলিজের অপেক্ষাও করে আছেন । দেহলিজ যাতে বন্ধ না হয়ে যায়, সেই উপলক্ষে নানান ক্রিয়েটিভ কাজে সাহায্য করেছেন । কবি দিলীপ ফৌজদার, কবি ও চিত্রকর মোনালী রায়, গদ্যকার ঝুমা চ্যাটার্জী, কবি মৌমিতা মিত্র ও দেহলিজের সঙ্গে জুড়ে থাকা সমস্ত কবি ও লেখক - আমার পাশে থেকে পত্রিকার প্রকাশের কাজে সাহায্য করেছেন । তাদের কাছে আমি কৃতজ্ঞ   আমি আশা করি, দেহলিজের লেখকেরাও  তাদের পাঠক-সংখ্যা বৃদ্ধি হবে ও পাঠকগণও প্রিয় লেখকদের দেহলিজের পাতায় দেখে খুশী হবেন । আপনারা সবাই নিশ্চয় এর বর্তমান ও আগামী নিয়ে সুচিন্তিত মতামত দেবেন । আলোচনা চলুক । লকড আউট দিনে নিরাশ হবেন না । দেহলিজ পড়ুন,  আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন ।   ক্লিক করুন । শেয়ার করুন । পড়ুন ও পড়াবেন । দেহলিজ - ৮ সূচীপত্র সম্পাদকীয় সম্পাদকীয় নজফ-ভাবনাগড়

দেহলিজ-৭ প্রকাশিত হলো

Image
সুধী দেহলিজ-৭ প্রকাশিত হলো https://dehlij7.blogspot.com/     বহু প্রতীক্ষার পর, ফির`সে দেহলিজ । প্রথমেই কৃতজ্ঞতা জানাই কবি ও লেখক বন্ধুদের । তারা ভরসা রেখেছেন, কঠিন সময়ে যোগাযোগ রেখেছেন, ফোনে কথা বলেছেন । এই করোনা কালে, বেঁচে থাকাই হলো একটা গল্প, লড়াই করে যাওয়াই একমাত্র কবিতা । দিল্লি এনসিআর এর কবি বন্ধুরা আমার সঙ্গে ছিলেন, তারা আমার হয়ে দেহলিজের লেখা নিয়েছেন, নিজেরা এডিট করেছেন, সংযোজনা করেছেন ।  দিল্লির এই রুক্ষতার আবহেও এত সুন্দর একটা সাহিত্য উপস্থাপনা আমাদের দিয়েছেন, আমি সেই দেহলিজ সহযোগীদের কাছে ধন্যবাদ জানাই । শুধু দিল্লি নয়, ঢাকা, কলকাতা, হাওড়া, মেদিনীপুর, শিলিগুড়ি, বহরমপুর, হাওড়া, বাঁশদ্রোনী থেকেও আমাদের সঙ্গে থেকেছেন, ধন্যবাদ জানাই সেইসব লেখক ও কবিদের ।   দেহলিজের এই সংখ্যায় কিছু নতুন কন্টেন্ট নিয়ে কাজ করা হলো । কবিতার সঙ্গে মেশানো হলো ছবি, ভাষ্কর্ষ ও ক্যামেরা ক্লিক । দৃশ্যময়তা ও টেক্সট একে অপরের জায়গা শেয়ার করা । নেওয়া হলো কবিতা নিয়ে আলোচনা । কবিরা কি ভাবছেন ? চিত্রকরেরা কি ভাবছেন এই ২০২১ এ দাঁড়িয়ে । যুক্ত করা হলো আন্তর্জাতিক কবি ও চিন্তকদের । যারা কবিতা, গদ্য ও বিশ্বসাহিত্য

প্রকাশ হলো দেহলিজ -৬

Image
দেহলিজ-৬ প্রকাশিত হলো   ক্লিক করুন | Click Here   বহু প্রতিক্ষার পর, ফির`সে দেহলিজ । প্রথমেই কৃতজ্ঞতা জানাই কবি ও লেখক বন্ধুদের । তারা ভরসা রেখেছেন, কঠিন সময়ে যোগাযোগ রেখেছেন, ফোনে কথা বলেছেন । এই করোনা কালে, বেঁচে থাকাই হলো একটা গল্প, লড়াই করে যাওয়াই একটা কবিতা । দিল্লি এনসিআর এর কবি বন্ধুরা আমার সঙ্গে ছিলেন, তারা আমার হয়ে দেহলিজের লেখা নিয়েছেন, নিজেরা এডিট করেছেন । দিল্লির এই রুক্ষতার আবহেও এতসুন্দর একটা সাহিত্য উপস্থাপনা আমাদের দিয়েছেন, আমি সেই দেহলিজ সহযোগীদের কাছে কৃতজ্ঞতা জানাই । শুধু দিল্লি নয়, মেদিনীপুর, শিলিগুড়ি, বহরমপুর, হাওড়া, বাঁশদ্রোনী থেকেও আমাদের সঙ্গে থেকেছেন, ধন্যবাদ জানাই সেইসব লেখক ও কবিদের ।    এই সংখ্যায় কিছু নতুন টেমপ্লেট নেওয়া হলো । ডেস্কটপ ও মোবাইল থিম আলাদা করা হয়েছে । নতুন করে সাজানো হয়েছে মেনু লিংক । অটোমেশন করা হয়েছে । সংখ্যায় বৈচিত্র নিয়ে কিছু কাজ করা হলো । কবিতা ছাড়াও রাখা হলো মুক্তগদ্য, অনূদিত নাটক, বই রিভিউ, স্মৃতিচারনা ও ছোট হল্প । আর একটি বিষয় নিয়ে এই প্রথম কাজ করা হলো সেটা হলো - কবিতা ও চিত্রকলার মিলনসংহার । ৬ জন কবির কবিতাকে উডকাট ব্লাক এন্ড হো

আসছে দেহলিজের সংখ্যা - ৬

Image
 প্রকাশ পাচ্ছে দেহলিজ-৬ করোনাকালের শুরুতে প্রকাশ পেয়েছিলো, দেহলিজ-৫ ; তেমন উচ্চবাচ্য হয়নি, ইচ্ছে করেই করা হয়নি, মানুষের কাছে বেঁচে থাকাই ছিলো একটা কবিতা । লকডাউন শুরু হলো, মানুষ আটকা পড়লো ঘরে । শুরু হলো ঘরে বসে লাইভ টেলিকাস্ট । দেহলিজে - নতুন গ্রুপ একটিভিটি বেড়ে উঠেছে । তার একটা খসড়া এই রকমঃ  প্রিয় কবি বন্ধুগণ   আজকের এই বিশেষ অবসরে, আমার কিছু যত্নে লালিত প্রস্তাব রাখার অভিপ্রায়ে , এই পোস্টের অবতারণা  । দেহলিজ পত্রিকার সম্পর্কে এই  বিষয়টি একটা অভিনব ও যুগান্তকারী বলেও  মনে হয় আমার । দিল্লির যানজট, লকড ডাউন,  অফিস ব্যস্ততা, বাংলা ভূখণ্ডের দূরত্বে ভৌগলিক অবস্থান , উৎসাহী কবির স্বল্পতা বাংলা চর্চার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে । তদুপরি ভাষার বিবিধতা , জাঠ হরিয়ানভি ঠাট,  পাঞ্জাবী কালচার আগ্রাসন করে নিয়েছে অনেক কিছু । বর্তমান দেশব্যাবস্থা, রাজনৈতিক সমীকরণ সাহিত্য দিল্লি-বক্ষে সাহিত্য প্রয়াসের প্রতিকুল সততই । এই রকম চ্যালেঞ্জ নেওয়াটাও একটি সাহসী পদক্ষেপ , আমাদের একত্রিত প্রয়াসে  আমরা বিভিন্ন সাহিত্য আড্ডা ও অনলাইন পত্রিকার মাধ্যমে তবুও তুলে ধরেছি । দেহলিজের এই অগ্রগতি আমাদের একটা আশ

দিল্লির বাংলা সাহিত্য গ্রুপ নিয়ে একটি সমীক্ষা

Image
হোয়াটস এক সমীক্ষাঃ আমদের এই সামান্য সাহিত্য চর্চার একটি আসর হিসাবে দিল্লির দু চারজন কবিবন্ধু বান্ধব মিলে একটা ক্ষুদ্র হোয়াটস এপ গ্রুপ আছে সেট আপ করেছিলাম । প্রায় বছর চারেক হলো । নানান বিবিধতা, বাংলা সাহিত্য নিয়ে বিভিন্ন মতামত, শিক্ষার স্তরের বিভিন্নতা , ভাষার ব্যারিয়ার দীর্ঘদিন বাংলার মূল ভূখণ্ডের বাইরে থাকা ছিলো আমাদের গ্রুপের কাঠামো বা চ্যালেঞ্জ । ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের বন্ধুর রাস্তায় বারে বারে মুখ থুবড়ে পড়া । কতবার যে আহত হয়েছি তার ঠিক নাই । কিন্তু মন মানে না, আবার উঠে দাঁড়াই, আবার আমাদের গ্রুপের যাত্রা শুরু হয় ।  গ্রুপের কবি ও সাহিত্যবন্ধুদের অশেষ কৃতজ্ঞতা তবুও অনেকেই আমাকে/গ্রুপকে ছেড়ে যান নাই । বরং রিসেন্টলি কয়েকজন উৎসাহী কবির শক্তিশালী কবিতায়, আলোচনায় গ্রুপ নতুন মাত্রা পেয়েছে । গ্রুপে নানান টপিক নিয়ে কথা বার্তা হয়,  গতকাল আমি একটি সমীক্ষা চালাইঃ কারা ঠিক মতো গ্রুপটি ফলো করেন এবং বাংলা সাহিত্য কে আপন গৃহপ্রাংগণেও ফলো করে চলেছেন, এই দিল্লির বন্ধুর জমিতে নিভৃতে করে চলেছেন সাহিত্য চর্চা । একটা গেম খেলার জন্য আমি আবেদন রাখি ।  আমি মোটামুটি একটা টাইমলাইন(এডিটেড) দিচ্ছি ।  [10:01

দেহলিজ-৫ প্রকাশিত হলো ।

Image
দেহলিজ-৫ প্রকাশিত হলো  বহু প্রতিক্ষার পর, আবার দেহলিজ এলো । প্রথমেই কৃতজ্ঞতা জানাই কবি ও লেখক বন্ধুদের । তারা ভরসা রেখেছেন, কঠিন সময়ে যোগাযোগ রেখেছেন, ফোনে কথা বলেছেন । কবিকথা ছাড়া এই দেহলিজ-৫ বের করা সম্ভব ছিলো না । আমাকে দেহলিজ গ্রুপের সদস্যগণ ও নিয়মিত উতসাহ দিয়ে আসছেন । তাদেরকেও ধন্যবাদ । এই সংখ্যায় কিছু নতুন অটোমেশন করা হয়েছে । যেহেতু অনলাইন পত্রিকা, একজন পাঠক কতক্ষন একটি পাতার অবস্থান করছেন তা ডিসপ্লে হবে । এবার যে ফটোগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলি কপি-পেস্ট নয় । এক্সক্লুসিভলি দেহলিজের জন্যই ক্লিক করা হয়েছে । এ ছাড়াও একটি নতুন বিভাগ খোলা হলো - মোবাইল ক্লিক । লেখক বন্ধুদের প্রতি এই কারণেও ধন্যবাদ এই যে তারা সারাবছর ধরে অপেক্ষাও করে আছেন । দেহলিজ যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্য নানান ক্রিয়েটিভ কাজে সাহায্য করেছেন । আমি আশা করি, তাদের পাঠকসংখ্যা বৃদ্ধি হবে ও পাঠকগণও প্রিয় লেখকদের পত্রিকার পাতায় দেখে খুশী হবেন । আপনারা সবাই নিশ্চয় এর বর্তমান ও আগামী নিয়ে সুচিন্তিত মতামত দেবেন । আলোচনা চলুক । লকড আউট দিনে নিরাশ হবেন না । দেহলিজ পড়ুন, আপনার মূল্যবান মতামত অবশ্যই