Posts

Showing posts from July, 2020

দিল্লির বাংলা সাহিত্য গ্রুপ নিয়ে একটি সমীক্ষা

Image
হোয়াটস এক সমীক্ষাঃ আমদের এই সামান্য সাহিত্য চর্চার একটি আসর হিসাবে দিল্লির দু চারজন কবিবন্ধু বান্ধব মিলে একটা ক্ষুদ্র হোয়াটস এপ গ্রুপ আছে সেট আপ করেছিলাম । প্রায় বছর চারেক হলো । নানান বিবিধতা, বাংলা সাহিত্য নিয়ে বিভিন্ন মতামত, শিক্ষার স্তরের বিভিন্নতা , ভাষার ব্যারিয়ার দীর্ঘদিন বাংলার মূল ভূখণ্ডের বাইরে থাকা ছিলো আমাদের গ্রুপের কাঠামো বা চ্যালেঞ্জ । ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের বন্ধুর রাস্তায় বারে বারে মুখ থুবড়ে পড়া । কতবার যে আহত হয়েছি তার ঠিক নাই । কিন্তু মন মানে না, আবার উঠে দাঁড়াই, আবার আমাদের গ্রুপের যাত্রা শুরু হয় ।  গ্রুপের কবি ও সাহিত্যবন্ধুদের অশেষ কৃতজ্ঞতা তবুও অনেকেই আমাকে/গ্রুপকে ছেড়ে যান নাই । বরং রিসেন্টলি কয়েকজন উৎসাহী কবির শক্তিশালী কবিতায়, আলোচনায় গ্রুপ নতুন মাত্রা পেয়েছে । গ্রুপে নানান টপিক নিয়ে কথা বার্তা হয়,  গতকাল আমি একটি সমীক্ষা চালাইঃ কারা ঠিক মতো গ্রুপটি ফলো করেন এবং বাংলা সাহিত্য কে আপন গৃহপ্রাংগণেও ফলো করে চলেছেন, এই দিল্লির বন্ধুর জমিতে নিভৃতে করে চলেছেন সাহিত্য চর্চা । একটা গেম খেলার জন্য আমি আবেদন রাখি ।  আমি মোটামুটি একটা টাইমলাইন(এডিটেড) দিচ্ছি ।  [10:01