ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন
৬ই মে প্রকাশ পাচ্ছে 'দেহ্লিজ'
পীযূষকান্তি বিশ্বাস
সম্ভাব্য প্রতিনিয়ত জিজ্ঞাসা করার প্রশ্নগুলি (FAQ) আমি এই রকম ভাবলাম । আর যেহেতু আমি মনে করি এই গ্রুপের সবাই ক্রিয়েটিভ ব্যক্তি, কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার , তাদের মতামত নিয়ে এই ওয়েব ম্যাগাজিনের পথনির্দেশ তৈরি করা হবে ।
প্রশ্ন: পত্রিকাটির নাম কি হবে ?
উত্তর: দেহ্লিজ
প্রশ্ন: দিল্লি থেকে এত পত্রিকা থাকা স্বত্বেও আর একটি পত্রিকা কেন ?
উত্তর: দিল্লি বাংলা সাহিত্যের কোন ওয়েব প্রেজেন্স নেই । কাল যে কোন ব্যক্তি দিল্লি থেকে সাহিত্য চর্চা করতে চান, দিল্লির বাংলা সাহিত্য নিয়ে রিসার্চ করতে চান, আমরা তাদের জন্য কোন ওয়েব ফুট-প্রিন্ট রেখে যেতে চাই । দেহ্লিজ হবে দিল্লির সাহিত্যের প্রবেশদ্বার ।
প্রশ্ন: পত্রিকাটি ওয়েব ম্যাগাজিন কেন ? ফেসবুকে তো বেশ কাজ চলে যায় ।
উত্তর: দেহ্লিজ একটি ফিক্সড অ্যাড্রেস পত্রিকা । কোন একাউন্ট নির্ভর নয় । আর ফেসবুক হল একাউন্ট নির্ভর সোশ্যাল মিডিয়া । কাল যদি ভারত সরকার ফেসবুক কে নিষিদ্ধ ঘোষণা করে, আপনার ফেসবুক কন্টেন্ট বিপদে পড়ে যাবে ।
প্রশ্ন: পত্রিকাটির লেখক কারা ?
উত্তর: দেহ্লিজ কে এখনো পর্যন্ত ভাবা হচ্ছে দিল্লির বাংলা সাহিত্য প্রমোশনের পত্রিকা হিসাবে । তাই দিল্লি এন সি আর অঞ্চলের লেখকদের সাহিত্য যাপনকে গুরুত্ব দেওয়া হবে । বিভিন্ন ক্যাটেগরি রাখা হচ্ছে । দিল্লির বাংলা সাহিত্য গ্রুপ থেকে লেখক ও পাঠকদের স্টাডি করা হচ্ছে, ইন্টারেস্ট গ্রুপ লক্ষ্য রাখা হচ্ছে । সময়ের উপযোগী হিসাবে লেখার মান নির্ধারণ করা হবে । বড়, ছোট, খ্যাত, বিখ্যাত বলে কোন ট্যাগে দেহ্লিজ বিশ্বাস করে না । এখানে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য হচ্ছে বলেও কেউ দাবী করছে না । দিল্লির বাংলা সাহিত্য কে রিপ্রেজেন্ট করাই এই উদ্দেশ্য । আজ ২০১৮ তে দাঁড়িয়ে দিল্লির লেখকরা যা লিখছেন , সেই অবস্থানটা ধরা হবে ।
প্রশ্ন: পত্রিকাটিতে কি কি বিষয়ে লিখতে পারা যাবে ?
উত্তর: কবিতা, নাটক, প্রবন্ধ, দিল্লির সামাজিক অবস্থা নিয়ে ফিচার আর্টিকেল, গল্প , উপন্যাস , বই রিভিউ, সিনেমা রিভিউ, ফটোগ্রাফি, ইন্টারভিউ প্রকাশ করা হবে ।
প্রশ্ন: পত্রিকাটির পিছনে কোন কোন অ্যাসোসিয়েশনের হাত রয়েছে ?
উত্তর: পত্রিকাটির পিছনে কোন অ্যাসোসিয়েশনের হাত নেই । ভলেন্টিয়ার বেসড । কোন প্রতিষ্ঠান নেই । বিল্ডিং নেই । কোন ফান্ড নেই । চাঁদা নেই ।
প্রশ্ন: পত্রিকাটির সম্পাদক কে ?
উত্তর: এখনও অব্দি পত্রিকাটির কোন সম্পাদক রাখা হয় নাই । আমি একজন কর্মী হিসবে কো-অর্ডিনেট করছি । 'দিল্লির বাংলা সাহিত্য' নামে যে হোয়াটস অ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে সাহিত্য আড্ডা হয়, তার উপর বেস করে পত্রিকাটির চরিত্র ও লেখা নির্বাচন করা হবে । পত্রিকাটি সেই সূত্রে বলা যায় 'আড্ডা পরিচালিত' ।
প্রশ্ন: এটা তো পত্রিকা চালানোর সঠিক প্রক্রিয়া নয়, আপনি নিশ্চিত ব্যর্থ প্রচেষ্টা করছেন ।
উত্তর: সঠিক বেঠিক হিসাব করিনি । আমরা ক্রিয়েটিভ লোক , সৃষ্টির আনন্দে কাজ করি । আমাদের কাছে একটাই অস্ত্র সেটা হলো কলম । কলমকে আপগ্রেড করে আমরা এই ওয়েব সাইটে আসছি । আমরা আমাদের সাহিত্যযাপনের উপর ভরসা রাখছি । আমাদের কাজ ন্যাচারাল পথে হবে যে ভাবে নদী বেয়ে চলে । নদী যদি পথ না পেয়ে শুঁকিয়ে যায়, ওটাই ন্যাচারাল ।
প্রশ্ন: কবে থেকে পত্রিকাটি প্রকাশিত হবে ?
উত্তর: ৬ই মে রবীন্দ্রভবনে বেঙ্গল অ্যাসোসিয়েশনের রবীন্দ্রজয়ন্তী প্রভাতী অনুষ্ঠানের সময় প্রকাশ পাবে এই ওয়েব ম্যাগটি। দিল্লির বুকে সব চেয়ে বড় বাংলা অনুষ্ঠান । মনে হচ্ছে সমস্ত কবি সাহিত্যিকরা উপস্থিত থাকবেন । আমাদের গ্রুপের ম্যাক্সিমাম এটেন্ডেন্স চাই । আসুন সবাই রবীন্দ্রভবন, কোপার্নিকাস মার্গ , নিউ দিল্লি ।
Pijus khub bhalo prochesta, sadhubad janai. Songe achi.
ReplyDelete