Posts

Showing posts from April, 2020

দেহলিজ-৫ প্রকাশিত হলো ।

Image
দেহলিজ-৫ প্রকাশিত হলো  বহু প্রতিক্ষার পর, আবার দেহলিজ এলো । প্রথমেই কৃতজ্ঞতা জানাই কবি ও লেখক বন্ধুদের । তারা ভরসা রেখেছেন, কঠিন সময়ে যোগাযোগ রেখেছেন, ফোনে কথা বলেছেন । কবিকথা ছাড়া এই দেহলিজ-৫ বের করা সম্ভব ছিলো না । আমাকে দেহলিজ গ্রুপের সদস্যগণ ও নিয়মিত উতসাহ দিয়ে আসছেন । তাদেরকেও ধন্যবাদ । এই সংখ্যায় কিছু নতুন অটোমেশন করা হয়েছে । যেহেতু অনলাইন পত্রিকা, একজন পাঠক কতক্ষন একটি পাতার অবস্থান করছেন তা ডিসপ্লে হবে । এবার যে ফটোগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলি কপি-পেস্ট নয় । এক্সক্লুসিভলি দেহলিজের জন্যই ক্লিক করা হয়েছে । এ ছাড়াও একটি নতুন বিভাগ খোলা হলো - মোবাইল ক্লিক । লেখক বন্ধুদের প্রতি এই কারণেও ধন্যবাদ এই যে তারা সারাবছর ধরে অপেক্ষাও করে আছেন । দেহলিজ যাতে বন্ধ না হয়ে যায়, তার জন্য নানান ক্রিয়েটিভ কাজে সাহায্য করেছেন । আমি আশা করি, তাদের পাঠকসংখ্যা বৃদ্ধি হবে ও পাঠকগণও প্রিয় লেখকদের পত্রিকার পাতায় দেখে খুশী হবেন । আপনারা সবাই নিশ্চয় এর বর্তমান ও আগামী নিয়ে সুচিন্তিত মতামত দেবেন । আলোচনা চলুক । লকড আউট দিনে নিরাশ হবেন না । দেহলিজ পড়ুন, আপনার মূল্যবান মতামত অবশ...