প্রকাশ হলো দেহলিজের চতুর্থ সংখ্যা
প্রকাশ হলো দেহলিজের চতুর্থ সংখ্যা ক্লিক করুন ! Click Here সুধী, প্রকাশ হল দেহ্লিজ-৪ । দিল্লি বাংলা সাহিত্য থেকে তার নিজস্ব বাংলা ওয়েব ম্যাগাজিন । দিল্লির সময় , বিষয়, ভাষাসংকট, রুক্ষ চাতালের নির্যাস নিয়ে সাজানো হয়েছে দেহ্লিজ । এইপ্রথম নেওয়া হলো দিল্লির বাইরের লেখা, দিল্লি অঞ্চলের হিন্দিভাষার কবিদের কবিতা । একটা সময় অনেকেই ধরে নিয়েছিলেন, তৃতীয় সংখ্যার পর আর দেহলিজ বের হবে না । তামাম হাইপোথিসিসকে ভুল প্রমাণিত করে, সি আর পার্কে এক সাহিত্য্য-মঞ্চে দেহ্লিজ-৪ প্রকাশিত হলো পত্রিকারই লেখক ও কবিদের মাঝখানে । দেহ্লিজ, সমস্ত লেখককে অভিনন্দন আর পাঠকদেরকে স্বাগতম জানাচ্ছে । দিল্লির বাংলা সাহিত্য কমিউনিটি ডেভেলপমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদেরকে আমার হৃদয়ের অন্দরমহলের ধন্যবাদ জ্ঞাপন করছি । আমার এই কাজের জন্য সর্বক্ষন আমার পাশে থেকেছেন মোনালি রায়, লেখা এডিট করেছেন, ছবি তৈরি করেছেন । দেবলীনা ভট্টাচার্য পত্রিকার কাজে সাহায্য করেছেন , ধন্যবাদ । কবিতা আলোচনায় পাশে সারাক্ষন থেকেছেন কবি দিলীপ ফৌজদার, অগ্নি রায় । এমন একটি মঞ্চ দেবার জন...